ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

লালমোহনে ‘ধর্ষণ প্রতিরোধে তরুণদের ভূমিকা ও আইনি প্রতিকার’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৮, ২১ অক্টোবর ২০২০  

ছবি-সংরহিত

ছবি-সংরহিত

জেলার লালমোহন উপজেলায় আজ ‘ধর্ষণ প্রতিরোধে তরুণদের ভূমিকা ও আইনি প্রতিকার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় লালমোহন থানা কমপাউন্ডে লালমোহন প্রেসক্লাব ও ছাত্র/ছাত্রী কল্যাণ সমিতি’র আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এখানে প্রধান অতিথি বলেন, ‘ধর্ষণ একটা পাশবিকতা, যেখানে মানুষ পশু হয়ে যায়। এর ফলে আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে জন্য আওয়ামীলীগ সরকার আইনটি সংশোধন করে ধর্ষকের শাস্তি যাবজ্জীবনের সঙ্গে মৃত্যুদ-ের করেছে। ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পাশাপাশি সমাজ থেকে এ জাতীয় ঘটনার বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে হবে। এবং সেই সাথে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান এমপি শাওন।
লালমোহন প্রেসক্লাব সভাপতি আব্দুর সাত্তারের সভাপতিত্বে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেুলর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বক্তব্য রাখেন । অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়