ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে দেশে পৌঁছেছেন ইইউ প্রতিনিধিদল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৩, ২৬ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিশনার জানে লেনোচিক। এর আগে আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে তিন দিনের সফরে ঢাকা আসেন  তিনি।

মঙ্গলবার সকাল ১০টায় কক্সবাজারে আইডিসিইআর ল্যাব পরিদর্শন শেষে ১১টায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ক্যাম্পের ট্রানজিট সেন্টারে পৌঁছে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে। সেখান থেকে ক্যাম্প-১৮তে যাওয়ার কথা রয়েছে তার।

আগামীকাল বুধবার (২৭ অক্টোবর) সকাল ৮টায় ট্রিপল আরসির সাথে বৈঠক শেষে রওনা করবেন ঢাকায়।

সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।

দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি দেখতে তিনি কক্সবাজার ছাড়াও ঢাকা ও আশপাশ এলাকা পরিদর্শন করবেন।

ইউরোপিয়ান সিভিল প্রোটেকশন অ্যান্ড হিউম্যানেটেরিয়ান এইড (ইসিএইচও) চলতি বছর এ পর্যন্ত বাংলাদেশকে তিন কোটি ইউরো সহায়তা দিয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়