ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:১২, ৫ ডিসেম্বর ২০২০  

বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক

মহামারি করোনার মধ্যেও প্রবাসীরা বেশি অর্থ পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখায় এরই মধ্যে রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। এবার প্রণোদনা পাওয়ার পদ্ধতি আরো সহজ করল বাংলাদেশ ব্যাংক।

এ লক্ষ্যে সম্প্রতি নতুন এক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশনা ২০১৯ সালের ১ জুলাই থেকে কার্যকর করার কথা রয়েছে।

ওই নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে রেমিট্যান্স প্রদানকারী ব্যাংক রেমিটারের কাগজপত্র নিজ দায়িত্বেই যাচাই করে দ্রুততম সময়ের মধ্যে প্রণোদনার অর্থ ছাড় করার জন্য রেমিট্যান্স আহরণকারী ব্যাংকের কাছে ‘কনফার্মেশন’ পাঠাবে। এর ভিত্তিতে রেমিট্যান্স আহরণকারী ব্যাংক রেমিটেন্স প্রদানকারী ব্যাংক বরাবর প্রণোদনার টাকা ছাড় করবে।

এতদিন রেমিট্যান্স আহরণকারী ব্যাংক রেমিটারের কাগজপত্র যাচাই করতো। রেমিটার যার নামে রেমিট্যান্স পাঠাতেন, তিনি প্রথমে রেমিটারের কাগজপত্র রেমিট্যান্স প্রদানকারী ব্যাংকে জমা দিতেন। রেমিট্যান্স প্রদানকারী ব্যাংক ওই কাগজপত্র যাচাই-বাছাই করার জন্য রেমিট্যান্স আহরণকারী ব্যাংকে পাঠাত। আহরণকারী ব্যাংক সেগুলো পরীক্ষা করে প্রদানকারী ব্যাংকে কনফার্মেশন দেয়ার পর সুবিধাভোগীরা প্রণোদনার টাকা পেতেন। এই প্রক্রিয়া সম্পন্ন করতে অনেক সময় লেগে যেত।

বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণের বিপরীতে প্রণোদনা বা নগদ সহায়তা প্রদানের নীতিমালা অনুযায়ী, ৫ হাজার ডলার বা ৫ লাখ টাকার বেশি রেমিট্যান্সের ক্ষেত্রে ২ শতাংশ প্রণোদনা সহায়তা দিতে রেমিটারের কাগজপত্রাদি বিদেশের এক্সচেঞ্জ হাউজ থেকে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়