ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

রাজশাহীর তানোরে কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে র‌্যাব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪, ১০ সেপ্টেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোরে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ১ কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। এ সময় হেলাল উদ্দিন নামে এক যুবককে আটক করা হয়েছে।

উপজেলার দেবীপুর মোড় থেকে তাকে আটক করে র‌্যাব-৫ রাজশাহীর একটি দল।

হেলাল উদ্দিন বাগমারা উপজেলার বাগমারা মাড়িয়া এলাকার শামসুল আলমের ছেলে। তার বিরুদ্ধে রাতে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫। র‌্যাব জানায়, দেবীপুর মোড়ে হেরোইন বিক্রির উদ্দেশ্যে ওই যুবক অপেক্ষা করছিলেন। গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই যুবক পালানোর চেষ্টা করেন। তার আগেই তাকে ধরে ফেলে র‌্যাব। পরে তার কাছে ছয়টি প্যাকেটে ১ কেজি ২০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। আর আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

র‌্যাবের মতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক স্বীকার করেছেন, অবৈধভাবে হেরোইন সংগ্রহ করে তানোরসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। তিনি দীর্ঘ দিন ধরে এ ব্যবসায়ে যুক্ত ছিলেন। পরে তার বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা করা হয়েছে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়