ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে নতুন বই বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:১৩, ২ জানুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে চাকমা, মারমা ও ত্রিপুরা গোষ্ঠীর ২৮ হাজার ৭৪৬ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ৬৫ হাজার নতুন বই বিতরণ করা হয়েছে। গত শনিবার (১ জানুয়ারি) সকাল থেকেই সরকারি নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি মেনে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বই বিতরণ কার্যক্রম শুরু হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর প্রাথমিক পর্যায়ে রাঙ্গামাটিতে ৮৫ হাজার ২৮ জন শিক্ষার্থীকে ৩ লাখ ৭৯ হাজার ৯০০ বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া চাকমা, মারমা, ত্রিপুরা ভাষায় প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ২৮ হাজার ৭৪৬ জন শিক্ষার্থীকে ৬৪ হাজার ৩০৫টি নিজস্ব মাতৃভাষায় বই বিতরণও শুরু হয়েছে।

এ বছর জেলায় মাধ্যমিক পর্যায়ে বিতরণ করা হচ্ছে ৮ লাখ ৯০ হাজার বই। প্রথম দিনে মাধ্যমিকে বই পেয়েছে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে।

শহরের পৌর জুনিয়র উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী খুমই ত্রিপুরা। দুর্গম পাহাড়ি গ্রামে জন্ম নেওয়া পিতা মাতার অসচ্ছলতায় উচ্চ শিক্ষা অর্জনে এসেছে শংকর মিশন অনাথ আশ্রমে। সে জানায়, বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আমরা খুব খুশি লাগছে। নতুন বইয়ের ঘ্রাণ আমার খুব ভালো লাগে। প্রথম দিন শুধু বইয়ের প্রতিটি পাতাই আমি খুলে দেখবো আর ঘ্রাণ নেবো।

নতুন বই হাতে পেয়ে খুমইয়ের মতো খুশি যুবরাজ, সালকাসাংরাও।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন বলেন, আমাদের হাতে যেসব বই এসেছে তা জেলার দুর্গম এলাকা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। বছরে প্রথম দিনেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বই বিতরণ শুরু হয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, চাহিদা অনুসারে বই আসছে। এরই মধ্যে যেসব বই এসেছে, তা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। কিছু বই এখনো আসেনি, সেগুলো আশা করছি কিছুদিনের মধ্যে চলে আসবে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়