ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

রফিকুল ইসলাম মাদানীর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১৭, ১৭ এপ্রিল ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেয়ায় অভিযুক্ত ‘শিশু বক্তা’ খ্যাত রফিকুল ইসলাম মাদানীর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত মঙ্গলবার সাতদিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে আবেদন করা হয়। বৃহস্পতিবার শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন।

তিনি জানান, বিতর্কিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীর মোবাইলে আপত্তিকর অ্যাডাল্ট কনটেন্ট পর্নোগ্রাফি পেয়েছে ফরেনসিক বিশেষজ্ঞরা। তার বিরুদ্ধে আগের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সঙ্গে পর্নোগ্রাফি আইনের ধারা যুক্ত করা হয়েছে। তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটকের পর গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন র‌্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন। পরবর্তীতে তার বিরুদ্ধে একই আইনে গাজীপুরের বাসন থানায় আরেকটি মামলা হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়