ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ২ শিবির নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:২৫, ২৭ অক্টোবর ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জড়িত অভিযোগে ইসলামী ছাত্র শিবিরের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- আবদুল্লাহ আল মামুন ও ওমর ফারুক ওরফে টনেট।

বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে শিবির নেতা আবদুল্লাহ আল মামুনকে তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলা থেকে এবং ওমর ফারুক ওরফে টনেটকে পীরগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, আবদুল্লাহ আল মামুন ও ওমর ফারুক শিবিরের ইউনিয়ন পর্যায়ের নেতা। ঘটনার রাতে তারা মোটরসাইকেলে করে সাদুল্যাপুর থেকে পীরগঞ্জে এসে হামলায় অংশ নেন। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

পীরগঞ্জ থানা পুলিশের ওসি সরেস চন্দ্র জানান, বড় করিমপুর মাঝিপাড়া গ্রামে সংঘটিত সহিংসতার ঘটনায় চারটি মামলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে করা তিনটি মামলা এবং হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায় আরেকটি মামলা। সোমবার সকাল পর্যন্ত এসব মামলায় ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়