ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ময়মনসিংহের ফুলবাড়িয়ার দেওখোলায় সুষ্ঠভাবে গণটিকা প্রদান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৩৭, ২৭ ফেব্রুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একদিনে এক কোটি কোভিট ভ্যাকসিন প্রদান কর্মসূচীর অংশ হিসাবে সারা দেশের ন্যায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নে গণটিকা প্রদান কার্যক্রম শনিবার সকাল ৯টা থেকে টিকা প্রদান শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত এই কার্যক্রম চলে।

এর আগে গণটিকা সঠিকভাবে বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বাবলু মাইকিং ও প্রচারপত্র বিলি করেন। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিশাল প্যান্ডেল কওে দিনব্যাপী এই টিকা কার্যক্রম চলে।

বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গগটিকা কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম এবং সুন্দও পরিবেশে গণটিকা কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনায় ইউপি চেয়ারম্যানকে ন্যবাদ জানান।

গণটিকা প্রদানকারী, সহায়তাকারী স্বেচ্ছাসেবীদের জন্য ভুড়িভুজের আয়োজন করা হয়। দিনব্যাপী এই টিকা কার্যক্রম তদারকি করেন ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বাবলু, আওয়ামীলীগ নেতা মেহের আলী, মজিবুর রহমান মাস্টার, নায়েব আলী মন্ডল, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম প্রমুখ।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়