ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ময়মনসিংহের ফুলপুরে ইউপি নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি বিষয়ে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:০৯, ১৯ জানুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে ৩১ জানুয়ারি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের করণীয় বা বর্জনীয় তথা নির্বাচনী আচরণবিধি বিষয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, ওসি আব্দুল্লাহ আল মামুন, ওসি তদন্ত আব্দুল মোতালিব চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা আশুরা আক্তার খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবার উপজেলার ১০টি ইউনিয়নে ৫২ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১১৭ জন ও সাধারণ ওয়ার্ডে মোট ৪১৪ জন সদস্য নির্বাচন করছেন। সভায় তারা সকলেই উপস্থিত ছিলেন। ৩১ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ১০ ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৩৮ হাজার ৮৬৩ জন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়