ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ময়মনসিংহের তারাকান্দায় করোনা প্রতিরোধে মাঠে রয়েছে প্রশাসন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:০৮, ১৯ জানুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দায় করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে সরকার নির্ধারিত বিধিনিষেধ কার্যকরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন তারাকান্দা উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত।

বিধিনিষেধ বাস্তবায়ন ও করোনা স্বাস্থ্যবিধি নিশ্চিতে উপজেলার বিভিন্ন বাজারে,রাস্তায়, দোকানপাটে মানুষকে সচেতন করার পাশাপাশি শেষ খবর পাওয়া পর্যন্ত গত ১৩ জানুয়ারি স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৮৬০ এর ২৬৯ দন্ডবিধি ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ ২০০৫ এ মোতাবেক ১৩ টি মামলায় ৫ হাজার ৮ শত ২০ টাকা,১৪ জানুয়ারি স্বাস্থ্য বিধি অমান্যকরায় ৮ টি মামলায় ১ হাজার ১ শত টাকা,১৫ জানুয়ারি ৬ টি মামলায় ২ হাজার টাকা ও ১৬ জানুয়ারি রবিবার ৬ টি মামলায় ২ হাজার ৪০ টাকা উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রামমাণ অভিযান পরিচালনা করে মোট ৩৩ টি মামলায় ১০ হাজার ৯ শত ৬০ টাকা নগদ জরিমানা আদায় করেন তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত জানান, সরকার নির্ধারিত বিধিনিষেধ বাস্তবায়নে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

এ সময় তিনি স্বাস্থ্যবিধি অনুসরণ ও অন্যান্য বিধিনিষেধ প্রতিপালনের জন্য সকল জনসাধারণ কে অনুরোধ জানান।

অপরদিকে করোনা ভাইরাস রোধে স্বাস্থ্যবিধি পালনের সরকার নির্ধারিত বিধিনিষেধ বাস্তবায়নে দৃশ্যমান অভিযানে রয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)জিন্নাত শহীদ পিংকি।

ভ্রামমাণ অভিযানে তারাকান্দা থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়