ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ৫ ১৪৩০

ময়মনসিংহের গৌরীপুরে আমন ধান ও চাল সংগ্রহের অভিযান শুরু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১১, ৯ ডিসেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে সরকারি ভাবে আমন মওসুমের ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা খাদ্যগুদাম চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এই সংগ্রহ অভিযান উদ্বোধন করেন।

সরকারের অভ্যন্তরীন আমন সংগ্রহ কর্মসূচির আওতায় ২০২১/২২ অর্থবছরে উপজেলায় আমন সংগ্রহ অভিযানে ১ হাজার ১ শত ৭ মেট্রিক টন ধান ও ৪ হাজার ৪ শত ৮৬ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। সরকারি ভাবে প্রতি কেজি ধান ২৭ টাকা ও প্রতি কেজি চালের মূল্য ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথির রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল মিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, উপজেলা রাইস মিল মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন জুয়েল, প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, সাবেক সভাপতি বেগ ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, পূর্ণা অটোমেটিক রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়