ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

ময়মনসিংহে সাজাপ্রাপ্ত পলাতকসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:২৬, ১৮ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযানে পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতকসহ ১৩ জনকে গ্রেফতার করেছে। নগরীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত নগরী গড়তে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ অভিযানে গত ২৪ ঘন্টায় তেরজনকে গ্রেফতার করা হয়েছে।

এর মাঝে সিআর (সাজাপ্রাপ্ত) মামলায় ০১ জন(মোঃ শান্ত মিয়া, পিতা-মোঃ জুবেদ আলী, সাং-কাঠাগোলা বাজার (মিনার বাড়ী সংলগ্ন), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। সিআর গ্রেফতারী পরোয়ানায় ০১ জন, মোঃ রুবেল মিয়া, পিতা-নজরুল ইসলাম, সাং-বোরর চর ভাটিপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। জিআর গ্রেফতারী পরোয়ানায় গ্রেফতার ১১ জন হলেন, সিরাজুল ইসলাম (৬৫), পিতা মৃত-হোসেন মিয়া, পিতা মৃত-নজর আলী, সাং-ঢোলাদিয়া বালুরঘাট (কাঠগোলা বাজার), জিন্নাত আলী (৬০), পিতা মৃত-নজর আলী, সাং-ঢোলাদিয়া বালুরঘাট (কাঠগোলা বাজার), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, আলতাফ আলী (৫৫), পিতা মৃত-নজর আলী, সাং-ঢোলাদিয়া বালুরঘাট (কাঠগোলা বাজার), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, মোঃ পাষান (৪৫), পিতা-মোঃ আবুল কাশেম, সাং-বাঘাডোবা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, নাদিম (৩৫), পিতা-খলিলুর রহমান, সাং-ঢোলাদিয়া বালুরঘাট (কাঠগোলা বাজার), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, রাজন মিয়া, পিতা-সুরুজ আলী ওরফে শাহজাহান, সাং-তালতলা দাপুনিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, বিপ্লব সরকার ওরফে বিন্দু, পিতামৃত-কমল সরকার, সাং-রটি ওয়ালা পাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, বিপ্লব সরকার, পিতা-কমল সরকার, সাং-সারদা ঘোষ রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, মোঃ সুমন(২৯), পিতা-নূরুল ইসলাম, সাং-মলিয়াকান্দি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, মোঃ জুয়েল(৩২), পিতা-মোঃ চানু মিয়া ওরফে বাবুল, সাং- কালীবাড়ী গুদারাঘাট, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, মোঃ জুয়েল(২৯), পিতা-মোঃ চানু মিয়া ওরফে চানু অটো চালক, সাং-পুরাতন গুদারাঘাট কালীবাড়ী রোড এসকে হাসপাতালের উত্তর পাশে শাহজালাল কাউন্টারের পিছনে, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়