ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ময়মনসিংহে মাসিক সমন্বয় সভায় পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নে আলোচনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:০১, ২৫ ফেব্রুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পরিবার পরিকল্পনা সেবা শক্তিশালীকরণ ও গুণগতমান উন্নয়নের লক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় “Strengthening Family Planning Through Advocacy” প্রকল্পের পর্যালোচনা করা হয়েছে।

ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় “Strengthening Family Planning Through Advocacy” প্রজেক্টের সার্বিক বিষয় এবং কাজের কৌশল, ধরণ ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম উক্ত প্রকল্পের সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

সভায় উপস্থিত বিভিন্ন চেয়ারম্যান উন্মুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে জানান যে, ইউনিয়ন পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবার মান বৃদ্ধি করা প্রয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দকে ইউনিয়ন পরিষদের বাজেটে পরিবার পরিকল্পনা খাতের বাজেট বরাদ্দকরনের নির্দেশনা দেন।

এসময় ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা হক কলিসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ, সিরাক-বাংলাদেশ এর প্রোগ্রাম এসোসিয়েট সালমা আক্তার ও আজিজুল হক উপস্থিত ছিলেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়