ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

ময়মনসিংহ মেডিকেলে ১১০ জন ডেঙ্গু রোগী ভর্তি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:০৩, ২২ জুলাই ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১০ জন। এরমধ্যে পুরুষ ৯৬, নারী ১০ ও শিশু রয়েছে ৪ জন।

শনিবার (২২ জুলাই) সকাল দশটায় এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পার্সন ফরহাদ হোসেন হিরা।

তিনি জানান, ভর্তিকৃত রোগীর অধিকাংশের অবস্থা স্থিতিশীল রয়েছে। কয়েকজন অবস্থা কিছুটা খারাপ থাকলেও তাদের পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শয্যাসংকট দেখা দিয়েছে। অনেকেরই ঠাঁই হয়েছে হাসপাতালের বারান্দা ও মেঝেতে। ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই ঢাকা ও তার আশপাশের এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়