ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও মৃত্যু ১৬ জনের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৬, ৩০ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ৩ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ১৩ জন।

করোনা আক্রান্তে মৃতরা হলো ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলার আব্দুল হামিদ (৬০), নেত্রকোনা সদরের এমদাদুল হক (৮৫) এবং শেরপুর নালিতাবাড়ী উপজেলার আমির উদ্দিন (৯০)।

এছাড়াও সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলো ময়মনসিংহ সদরের হোসনে আরা (২৫), সাবু খাতুন (৮৫), দুলু মিয়া (৩০), গোলাপ আলী (৫৫), নজরুল ইসলাম (৬২), হালুয়াঘাট উপজেলার খোকন মিয়া (৫৫), গফরগাঁও উপজেলার সুরাইয়া খাতুন (৬৫), ত্রিশাল উপজেলার পারভীন আক্তার (৪৫) এবং শেরপুর সদরের মনোয়ারা বেগম (৬৫), সাজেদা (৫৫), টাঙ্গাইল সদরের পরিমল চন্দ (৫২), ধনবাড়ি উপজেলার সৌরভ (১৩) এবং নেত্রকোনা সদরের সুজিত চন্দ্র দাস (৬০)।

এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৮৩ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪৫৩ জন এবং আইসিউতে ২০ জন চিকিৎসাধীন আছেন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬০ টি নমুনা পরীক্ষায় আরো ৪৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.৫৯ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৪ হাজার ৮৫ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৭০৫ জন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়