ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মুক্তির আগেই আদিপুরুষের ঘরে ৪৩২ কোটি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৬, ৪ জুন ২০২৩  

মুক্তির আগেই আদিপুরুষের ঘরে ৪৩২ কোটি

মুক্তির আগেই আদিপুরুষের ঘরে ৪৩২ কোটি

আর মাত্র কয়েকদিন পরেই মুক্তি পাবে ‘আদিপুরুষ’। শুরু থেকেই এই ছবিকে ঘিরে বিতর্ক ছিল। সাইফ আলি খানের লুক নিয়েও ওঠেছিল নিন্দার ঝড়। ছবিতে ব্যবহৃত অ্যানিমেশন নিয়েও হাসির রসদ জুগিয়েছিল অনেককেই। কিন্তু জানেন কি, মুক্তির আগেই ৪৩২ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি?

জানা গিয়েছে, ৫০০ কোটি টাকার বাজেটে ছবিটি তৈরি করেছেন ওম রাউত। তার মধ্যে ৪৩২ কোটি টাকা ইতোমধ্যেই তুলে ফেলেছেন নির্মাতারা।

ছবিটি থিয়েটারে মুক্তি পাওয়ার আগেই স্যাটেলাইট স্বত্ব, গানের স্বত্ব, ডিজিটাল স্বত্ব বিক্রি করেই ২৪৭ কোটি টাকা তুলে ফেলেছেন নির্মাতারা। এছাড়া দক্ষিণের প্রেক্ষাগৃহগুলো থেকে ১৮৫ কোটি টাকার আগাম নিশ্চয়তা পেয়ে গিয়েছেন নির্মাতা।

ভারতীয় বক্স অফিসের হিসাব বলছে, মুক্তির প্রথম তিনদিনের মধ্যে শুধু ছবির হিন্দি সংস্করণের ঝুলিতেই আসবে ১০০ কোটি। সুতরাং এই ছবি যে সাফল্যের মুখ দেখবে, এমনটাই মনে করছেন বাণিজ্য বিশেষজ্ঞরা।‘আদিপুরুষ’ -এ রামের চরিত্রে প্রভাস, সীতার ভূমিকায় কৃতি শ্যানন, রাবণ অর্থাৎ লঙ্কেশের চরিত্রে দেখা যাবে সাইফ আলি খানকে। ভারতীয় মহাকাব্য রামায়ণের উপর নির্মিত এই ছবি মুক্তি পাবে ১৬ জুন। 

সর্বশেষ
জনপ্রিয়