ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

মাদক ও অস্ত্র মামলায় খোকনসহ দুজনের নয় দিন করে রিমান্ড মঞ্জুর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৪৭, ১৭ অক্টোবর ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় আইস সিন্ডিকেটের অন্যতম হোতা মো. খোকন ও তার সহযোগী মোহাম্মদ রফিকের নয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রোববার ঢাকার দুই মহানগর হাকিম আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। 

এদিন তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর যাত্রাবাড়ী থানার মাদক ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় তাদের দশ দিন করে বিশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান মাদক মামলায় পাঁচ দিন ও ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুঁইয়া অস্ত্র মামলায় চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে, গত শনিবার রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে প্রায় পাঁচ কেজি আইস, বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়।

সর্বশেষ
জনপ্রিয়