ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

মনোনয়ন বাণিজ্যে মেতেছে শাজাহানপুর বিএনপি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪২, ২৩ ডিসেম্বর ২০২০  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়েছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এতে দলে ফাটল দেখা দিয়েছে। দুই গ্রুপে ভাগ হয়ে পড়েছে উপজেলা বিএনপি।

খোঁজ নিয়ে জানা গেছে, গ্রুপিংয়ের কারণে দলটির বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মীর উপস্থিতি কমে গেছে। সাংগঠনিক কর্মকাণ্ড বাদ দিয়ে পাল্টাপাল্টি অভিযোগে মেতে উঠেছেন দুই গ্রুপের নেতাকর্মীরা।

আহ্বায়ক কমিটিতে পদ পাননি এমন কয়েকজন নেতাকর্মী জানান, টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির পদ। যোগ্য নেতাদের বাদ দিয়ে অরাজনৈতিক ও স্বার্থান্বেষী ব্যক্তিদের কমিটিতে স্থান দেয়া হয়েছে। এতে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে পড়েছেন। এছাড়া উপজেলার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও দলীয় মনোনয়ন নিয়ে বাণিজ্য করেছে জেলা বিএনপির গুটিকয়েক নেতার পছন্দে গঠিত ‘পকেট কমিটি’।

জানা গেছে, ২০১৯ সালের অক্টোবরে গঠিত শাজাহানপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে আব্দুল হাকিমকে আহ্বায়ক ও ডা. বজলুর রহমান নিলুকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এর পর পরই কমিটির বিরোধিতা করা শুরু করে উপজেলা বিএনপির একাংশ। শুরু হয় আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার বলেন, ত্যাগী নেতাকর্মীদের আহ্বায়ক কমিটিতে নেয়া হয়নি। যারা বিগত দিনের দলীয় কার্যকলাপে মাঠে ছিলেন না তাদেরই কমিটিতে রাখা হয়েছে। এতে দল ক্ষতির সম্মূখীন হচ্ছে। মাদলা, আমরুল ও আড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়েও বাণিজ্য করেছে আহ্বায়ক কমিটি।

শাজাহানপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাকিম বলেন, ২০১৫ সালের পর থেকে উপজেলা বিএনপির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে নিয়মিত সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছি। নেতাকর্মীদের নিয়ে কিছুদিন পর পরই আমরা সভা করছি। অযোগ্যরাই বর্তমান কমিটির বিরোধিতা করছে।

তিনি আরো বলেন, পদ ও মনোনয়ন বাণিজ্যের সঙ্গে জড়িতরা আহ্বায়ক কমিটিতে নেই। আমরা সুষ্ঠুভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। প্রতিটি ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন করছি। বর্তমানে দল কঠিন সময় পার করছে। এখন আমাদের লক্ষ্য দলকে সামনে এগিয়ে নেয়া। কমিটি নিয়ে কে কী বলছে তা নিয়ে মাথা ঘামাচ্ছি না।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়