ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভালুকায় লকডাউন না মানায় ৩৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:০৮, ২৯ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় লকডাউন না মানায় ৩৪ জনকে ৪৮ হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনে ভালুকার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতে উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের জরিমানা করেন।

এ সময় সরকারী নির্দেশনা অমান্য করে মটর সাইকেল, প্রাইভেট গাড়ি চলাচল ও মাস্ক ব্যবহার না করায় সংক্রামক নিয়ন্ত্রণ ও নির্মূল আইন/২০১৮, দন্ডবিধি-২৬৯ধারায় ৩৪ জনকে ৪৮ হাজার, ৫শত টাকা জরিমানা করেন।

উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনউদ্দিন বলেন, সরকারী নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের প্রশাসনের লোকজন মাঠে রয়েছে। উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় সরকারী নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রশাসনের কঠোর তৎপরতা অব্যাহত রয়েছে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়