ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন, মনোনয়নপত্র কিনেছেন পাপন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:১২, ২৫ সেপ্টেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সামনের মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। এ নির্বচানে মনোনয়নপত্র কিনেছেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার দুপুরে ক্যাটাগরি-২ থেকে পরিচালক হওয়ার মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি। এই ক্যাটাগরিতে ভোটার সংখ্যা ৫৬ জন। যেখানে ভোট দেবেন ঢাকার বিভিন্ন স্তরের ক্লাবের কাউন্সিলররা। এই ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হবেন মোট ১২ জন।

শুক্রবার থেকে বিক্রয় শুরু হয় পরিচালক পদের মনোনয়ন পত্র। সর্বমোট ২৩টি পদের জন্য শুক্রবার মনোনয়নপত্র কিনেছিলেন ৮ প্রার্থী। আজ মনোনয়নপত্র কেনার শেষ দিন। এদিন বিসিবি কার্যালয়ে সকাল থেকে প্রার্থীদের ভিড়। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সভাপতি আগে সরকার থেকে মনোনীত হতো। নাজমুল হাসান পাপন ২০১২ সালে প্রথমে সরকার কর্তৃক মনোনীত সভাপতি ছিলেন। 

২০১৩ সাল থেকে বিসিবি সভাপতি পদটি নির্বাচিত হয়। ২০১৩ ও ২০১৭ সালে দুই মেয়াদে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পাপন।

সর্বশেষ
জনপ্রিয়