ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বিশ্বের সবচেয়ে উঁচু পাঁচটি পর্বতশৃঙ্গে চড়া সর্বকনিষ্ঠ হলেন এক পাকিস্তানি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৩, ২৯ মে ২০২২  

শেহরোজ কাশিফ

শেহরোজ কাশিফ

বিশ্বের সবচেয়ে উঁচু পাঁচটি পর্বতশৃঙ্গে চড়া সর্বকনিষ্ঠ পর্বতারোহী হলেন পাকিস্তানের শেহরোজ কাশিফ (২০)।

পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের পর্বতারোহী শিরবাজ খান ও লাহোরের পর্বতারোহী শেহরোজ কাশিফ গতকাল শনিবার সকালে নেপালের মাকালু পর্বতের চূড়ায় চড়েছেন। এটি বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর উচ্চতা আট হাজার ৪৮৫ মিটার।

আলপাইন ক্লাব অব পাকিস্তানের সেক্রেটারি কারার হায়েদ্রি বলেন, পাকিস্তানের স্থানীয় সময় গতকাল শনিবার সকালে মাকালুর চূড়ায় পা রাখেন শেহরোজ কাশিফ। তার কিছু পরে চূড়ায় ওঠেন শিরবাজ খান। আট হাজার মিটার বা এর চেয়ে বেশি উচ্চতার ১৪টি পর্বতশৃঙ্গ রয়েছে পৃথিবীতে। এর মধ্যে প্রথম পাকিস্তানি হিসেবে ১১টি পর্বতের চূড়ায় উঠলেন শিরবাজ। ১৪টি পর্বতের চূড়ার সবকটিতে ওঠার ইচ্ছা শিরবাজের।

সূত্র : দ্য ডন

সর্বশেষ
জনপ্রিয়