ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিশ্বকাপে অংশ নিতে বাছাই খেলবে টাইগ্রেসরা

স্পোর্টস ডেস্ক:

প্রকাশিত: ১০:৫৬, ১ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১১:১৩, ১ সেপ্টেম্বর ২০২২

বিশ্বকাপে অংশ নিতে বাছাই খেলবে টাইগ্রেসরা

বিশ্বকাপে অংশ নিতে বাছাই খেলবে টাইগ্রেসরা

আরব আমিরাতের আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাই। সেই বাছাই পর্বের সূচি ঘোষণা করেছে আইসিসি। যেখানে অংশ নিবে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে হলে বাছাই পর্ব উৎরাতে হবে। বাংলাদেশ ছাড়াও বাছাই খেলবে মোট আটটি দেশ।  

১৮ থেকে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই বাছাই পর্ব। বাংলাদেশ ছাড়া স্কটল্যান্ড, জিম্বাবুয়ে, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড এবং থাইল্যান্ড এ পর্বে অংশ নেবে।

মোট আট দলকে ভাগ করা হয়েছে দুই গ্রুপে। বাংলাদেশ রয়েছে  গ্রুপে ‘এ’ তে। 

বাংলাদেশসহ ‘এ’ গ্রুপের বাকি তিনটি দেশ হচ্ছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। বাংলাদেশের জন্য কঠিন গ্রুপই বলা যায়। ১৮, ১৯ এবং ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের খেলা। 

বি গ্রুপে রয়েছে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি এবং আরব আমিরাত।

২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল এবং ২৫ সেপ্টেম্বর ফাইনাল। ফাইনালে প্রতিযোগী দুই দলই সুযোগ পাবে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে।

সর্বশেষ
জনপ্রিয়