ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বিধিনিষেধ লঙ্ঘন করায় ৯৭ জনকে জরিমানা আদালতের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৫৮, ২৪ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর লকডাউনে বিধি-নিষেধ লঙ্ঘন করায় ডিএমপি অধ্যাদেশ আইনে ৯৭ জনকে বিভিন্ন পরিমাণ টাকা জরিমানা করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এদের মধ্যে অধিকাংশকেই ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। 

শনিবার ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জরিমানা করেন। জরিমানার টাকা দেওয়ার পর হাজতখানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে আদালতের হাজতখানার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ৯৭ জনকে আদালতে আনা হয়। তাদের প্রত্যেককে ডিএমটি অধ্যাদেশ আইনে বিভিন্ন পরিমাণ টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে অধিকাংশকেই ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দেওয়ার পর হাজতখানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়