ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

বিটিআরসির প্রতিবেদনে কোন অপারেটরের কত গ্রাহক

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১২:২১, ৪ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে বর্তমানে মোট মোবাইল গ্রাহক রয়েছে ১৭ কোটি ৫২ লাখ ৭০ হাজার। এপ্রিলের তুলনায় দেশে মে মাসে মোবাইল গ্রাহক বেড়েছে ১১ লাখ ৭০ হাজার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ( বিটিআরসি) সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিটিআরসির দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দেশে গত এক মাসে প্রায় ৭০ হাজার গ্রাহক হাড়িয়েছে রবি। মে মাস শেষে রবির গ্রাহক হয়েছে ৫ কোটি ১৫ লাখ ৮০ হাজার।

এছাড়া গ্রামীণফোনের রয়েছে ৮ কোটি১৫ লাখ ৪০ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৬৩ লাখ ৩০ হাজার এবং টেলিটকের ৫৮ লাখ ২০ হাজার। এপ্রিল মাসের তুলনায় গ্রামীণফোনের গ্রাহক বেড়েছে ১০ লাখ ৩০ হাজার, বাংলালিংকের এক লাখ ৪০ হাজার এবং টেলিটকের ৭০ হাজার।

এদিকে, মার্চ শেষে দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা ছিল ১৭ কোটি ৪৬ লাখে। ফেব্রুয়ারি মোবাইল গ্রাহকের সংখ্যা ছিল ১৭ কোটি ৩৩ লাখ।

সর্বশেষ
জনপ্রিয়