ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

বান্দরবানে কঠোর লকডাউনে টহলে আইনশৃঙখলা বাহিনী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৮, ২৪ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশের ন্যায় বান্দরবান জেলা সদর ও উপজেলা শহরেও শুরু হয়েছে দুই সপ্তাহের ‘কঠোর বিধি-নিষেধ’ (লকডাউন)। এ লকডাউন বহাল থাকবে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত।

এর আগে ঈদুল আযহার সময় মানুষের চলাচল ও পশুর হাটে কেনাবেচার জন্য বিষয় বিবেচনায় ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত লকডাউন শিথিল করেছিল সরকার।

এইদিকে বান্দরবান জেলা শহরে গত ১৯ জুলাই রবিবার লজডাউন বাস্তবায়নে কঠোর বিধি নিষেধ সম্বলিত গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বান্দরবান জেলা প্রশাসক। সেই সাপেক্ষে যেসব নির্দেশনা রয়েছে সেইগুলো পালন করতে হবে জনসাধারণকে। জেলা প্রশাসক কার্যালয়ের সুত্রে জানানো হয় লকডাউন না মানলে আইন্যগত ব্যবস্থা গ্রহন করবে আইনশৃঙখলা বাহিনী।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়