ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে : বিজিএমইএ সভাপতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৪, ১৭ জানুয়ারি ২০২২  

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২২ (বাসস) : বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তৈরি পোশাক ও টেক্সটাইলখাতে বানিজ্য সুবিধা অর্জনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। রোববার রাজধানীর গুলশানে বিজিএমইএ পিআর অফিসে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লী জ্যাঙ-কেউন বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ফারুক হাসান বলেন, ‘বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার বিশাল সুযোগ রয়েছে।’ সাক্ষাৎকালে ঢাকা চেম্বারের সাবেক সভাপতি শামস মাহমুদ, বিজিএমইএ সহসভাপতি শহিদউল্লাহ আজিম ও সহসভাপতি মিরান আলী, দক্ষিণ কোরিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি লী জান গিউল প্রমুখ উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে বানিজ্য সম্প্রসারণের সম্ভাব্য ক্ষেত্র এবং দ্বি-পাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের পথ প্রশস্ত করতে উভয় দেশ কিভাবে অর্থপূর্ণ সহযোগিতা প্রদান করতে পারে, তা নিয়ে আলোচনা করেন। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান রাষ্ট্রদূত লী জ্যাঙ-কেউনকে অনুরোধ করেন, তিনি যেন কোরিয়ার ব্যবসায়ীদেরকে বাংলাদেশে পশ্চাৎসংযোগ শিল্পে বিশেষ করে নন-কটন টেক্সটাইল খাতে বিনিয়োগে উৎসাহিত করার উদ্যোগ গ্রহন করেন। আলোচনাকালে কোরিয়ার রাষ্ট্রদূত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেডে) ভিতরে অবস্থিত পোশাক কারখানার জন্য নতুন বাজারে রপ্তানির বিপরীতে প্রনোদনা সুবিধা সম্প্রসারণের বিষয়টি নিয়ে কথা বলেন। ফারুক হাসান কোরিয়ার রাষ্ট্রদূতকে বিজিএমইএ অফিস পরিদর্শন এবং এশিয়ার দেশ দুটির মধ্যে পারস্পরিক বানিজ্য বৃদ্ধিতে সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

সর্বশেষ
জনপ্রিয়