ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

বরিশালের বাবুগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:১১, ১৬ ডিসেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জে বিনা (বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট) উদ্ভাবিত তেলজাতীয় ফসল উৎপাদনকারী কৃষকের মাঝে বিনা সরিষা-৯ বীজ ও সারসহ কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় ওই উপজেলার রাকুদিয়া গ্রামে এক অনুষ্ঠানে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনা বরিশাল উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন। এ সময় উপ-কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা সোহেল রানা, উপ-সহকারী কৃষ কর্মকর্তা মো. মুজিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং কৃষকরা উপস্থত ছিলেন।

অনুষ্ঠানে ওই এলাকার ৩০ কৃষককে বিনামূল্যে সরিষা-৯ বীজ ও সারসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত বীজ ও সার দিয়ে ৩০ বিঘা জমিতে বিনা সরিষা-৯ উৎপডাদন করতে পারবেন কৃষকরা।

কৃষকদের তেলজাতীয় ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করার পাশরপাশি তেলজাতীয় ফসল উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে বিনামূল্যে এ কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে বলে জানান বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়