ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ২ ১৪৩১

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসাবা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৫৪, ১৬ সেপ্টেম্বর ২০২২  

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা চ্যাম্পিয়ন  জবির ইসাবা

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা চ্যাম্পিয়ন জবির ইসাবা

মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ১২৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত হচ্ছে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। আসরের দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবাড়ু ইসাবা মাসনুন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত ফাইনাল ম্যাচে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের দাবাড়ুকে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। 

ইসাবা মাসনুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এমফিল ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।

জানা যায়, গত ১১ সেপ্টেম্বর থেকে দাবা প্রতিযোগিতা শুরু হয়। চারদিন ব্যাপী এই প্রতিযোগিতায় দেশের ৩৩টি বিশ্ববিদ্যালয় থেকে ৯৬ জন দাবাড়ু অংশ নেন। বুধবার ফাইনাল ম্যাচের মাধ্যমে দাবা প্রতিযোগিতা শেষ হয়। ফাইনাল ম্যাচে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকসহ মোট সাতটি বিশ্ববিদ্যালয়ের দাবাড়ুদের সঙ্গে জয় লাভ করেন ইসাবা মাসনুন। 

ম্যাচ শেষে সেরা দাবাড়ুদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া সচিব, বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের সাংগঠনিক কমিটির সদস্য সচিব মেজবাহ উদ্দিন।

সর্বশেষ
জনপ্রিয়