ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

ফেনী জেনারেল হাসপাতালে আইসিইউ চালু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১২, ৭ জুন ২০২০  

ফেনী জেনারেল হাসপাতালে করোনায় সংকটাপন্ন রোগীর চিকিৎসায় ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু করা হয়েছে। 

রোববার আইসিইউ উদ্বোধন করেন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী।

এ সময় উপস্থিত ছিলেন ডিসি মো. ওয়াহিদুজজামান, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন ড. সাজ্জাদ হোসেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন ভূঞা প্রমুখ।

নিজাম উদ্দিন হাজারী বলেন, করোনায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় দুইটি ভেন্টিলেটরসহ দুই শয্যার আইসিইউ উদ্বোধন করা হয়েছে। ২০ শয্যা এরইমধ্যে প্রস্তুত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে আরো ৩২ শয্যার ব্যবস্থা করা হবে।

নিজাম হাজারী বলেন, প্রধানমন্ত্রীর কাছে ফেনীবাসী কৃতজ্ঞ, তিনি ফেনীর জন্য সর্বাধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন।

ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, এখানে দু’টি ভেন্টিলেটর রয়েছে। এতে চারজনের সেবা নিশ্চিত করা যাবে। এছাড়া সেন্ট্রাল অক্সিজেন লাইনসহ অন্য সরঞ্জাম রয়েছে।

বিএমএ ফেনী জেলা সভাপতি ডা. সাহেদুল ইসলাম কাওসার বলেন, সাম্প্রতিক করোনা চিকিৎসায় শেষ ভরসা ভেন্টিলেটর ব্যবহারের পূর্ব পর্যায়ে হাই ফ্লো অক্সিজেন ও নন ইনভেসিভ ভেন্টিলেশন খুবই কার্যকরী প্রমাণিত। 

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়