ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পাবিপ্রবিতে বন্ধ হচ্ছে দূরের রুটের বাস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫০, ১০ আগস্ট ২০২২  

পাবিপ্রবিতে বন্ধ হচ্ছে দূরের রুটের বাস

পাবিপ্রবিতে বন্ধ হচ্ছে দূরের রুটের বাস

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য দূরের তিনটি রুটের বাস সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল। জ্বালানি সাশ্রয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসক ড. মো. রাহিদুল ইসলাম।

মঙ্গলবার (৯ আগস্ট) পরিবহন প্রশাসক শিক্ষার্থীদের বলেন, ‘বর্তমানে সারাবিশ্বে জ্বালানি সংকট চলছে। এই সংকট কাটাতে সরকার আমাদের জ্বালানি খরচ ২০ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মানতে গিয়ে সাময়িকভাবে দূরের তিনটি রুটের (বিশ্ববিদ্যালয় থেকে দাশুরিয়া, বিশ্ববিদ্যালয় থেকে সুজানগর, বিশ্ববিদ্যালয় থেকে আতাইকুলা) বাস বন্ধ করতে হচ্ছে। তবে চলমান জ্বালানি সংকট কেটে গেলে পুনরায় ট্রিপ সংখ্যা বাড়িয়ে এই তিনটি রুটের বাস চালু করার ইচ্ছা আছে।’

তিনি বলেন, ‘এই জ্বালানি খরচ কমানোর জন্য আমাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করছি। প্রয়োজন ছাড়া শিক্ষক এবং কর্মকর্তাদের মিনিবাস এবং মাইক্রোবাসের এসি না চালানোর নির্দেশনা দিয়েছি। এখন আমরা অতিরিক্ত ট্রিপ পর্যন্ত পরিচালনা করছি না। চারদিকে যেহেতু জ্বালানি সংকট, সেহেতু আমরা এনার্জি সেভ করার জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করে যাচ্ছি।’

বাসের সমস্যা নিয়ে প্রশাসক শিক্ষার্থীদের বলেন, ‘আমাদের ৭টি বাসের মধ্যে দুইটি বাস অনেক দিন ধরে বন্ধ ছিল। আমরা একটি বাস চালু করার ব্যবস্থা করেছি। একটি বাস বাড়ার কারণে শিক্ষার্থীদের সমস্যা কিছুটা কাটবে। আর দূরের তিনটি রুটের বাস বন্ধ হওয়ার কারণে আমরা এখন ট্রিপ সংখ্যা বাড়াতে পারবো। এক্ষেত্রে সমস্যাটা আরও কিছু কমবে বলে আমরা আশা করছি।’

সাধারণ শিক্ষার্থীরা ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. সমীরণ কুমার সাহা।

সর্বশেষ
জনপ্রিয়