ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

নড়াইলে ৬৯ গণমাধ্যম কর্মী পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২৬, ২৮ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নড়াইলে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক পেলেন ৬৯ জন গণমাধ্যম কর্মী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আর্থিক সহায়তায় করোনাকালে ক্ষতিগ্রস্ত প্রত্যেক গণমাধ্যম কর্মীকে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এসব চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. খাজা মিয়া, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান।

অতিথিরা বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আর্থিক সহায়তায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্ত গণমাধ্যম কর্মীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। গত বছর প্রথম দফায় নড়াইলে ৩১ জন গণমাধ্যম কর্মীকে সহযোগিতা করা হয়েছে। এ বছর চেক পেলেন ৬৯ জন। এখনো জেলার যেসব গণমাধ্যম কর্মী এ সহায়তা পাননি তারা শিগগিরই পাবেন।

এ সময় নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আলমগীর সিদ্দিকী, নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু, কালিয়া প্রেস ক্লাবের সভাপতি মশিউল হক মিটুসহ অনুদানপ্রাপ্ত গণমাধ্যম কর্মীরা।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়