ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নড়াইলে ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:০৫, ১৭ নভেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নড়াইলে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। সরকারের সমন্বিত খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মোট মূল্যের অর্ধেক দামে এ যন্ত্র বিতরণ করা হয়।

সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা কৃষি বিভাগের ব্যবস্থাপনায় কৃষক প্রবীর বিশ্বাসকে এ কম্বাইন হারভেস্টার দেওয়া হয়।

সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম হারভেস্টারের চাবি হস্তান্তর করেন।

৯৮ দশমিক ৬ হর্স পাওয়ার সম্পন্ন চীনের তৈরি এ কম্বাইন হারভেস্টারের দাম ৩৫ লাখ টাকা। দামের অর্ধেক ১২ কিস্তিতে দুই বছরে পরিশোধের সুযোগ পাবেন কৃষক। এ যন্ত্রের মাধ্যমে ২১ জন শ্রমিকের ৮ ঘণ্টার কাজ মাত্র দুইজন শ্রমিক ৪০ মিনিটে করতে পারবে।

এ যন্ত্রের মাধ্যমে ধান ও গম মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করা যাবে। এটি ১২ থেকে ১৫ ইঞ্চি কাদা পানিতে অনায়াসে ধান কাটতে সক্ষম।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়