ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নোয়াখালীর কোম্পানীগঞ্জের ৮টি ইউনিয়নে চলছে ভোট গ্রহণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৫, ৭ ফেব্রুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতিতে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে এ ভোট গ্রহণ চলবে।

নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে কাউকে দলীয় প্রতীক নৌকা দেয়া হয়নি।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম পিপিএম জানান, সপ্তম ধাপের এ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এজন্য ৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কেউ ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন, আট ইউনিয়নের ৭৮টি কেন্দ্রে ১ হাজার ১০০ পুলিশ, ১ হাজার ৩০০ আনসার, ১০০ বিজিবি, ৭০ জন র‌্যাব, ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আটটি গোয়েন্দা টিম, চারটি ঊর্ধ্বতন পুলিশের টিম ছাড়াও জেলা বিশেষ শাখা (এসবি), কোস্টগার্ড ও এপিবিএনকে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) দায়িত্ব দেয়া হয়েছে। সব মিলিয়ে ৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
ভোট গ্রহণ চলাকালে বহিরাগত সন্ত্রাসী, ভিন্ন কেন্দ্রের ভোটার এবং কেন্দ্রে বিশৃঙ্খলাকারীদের কঠোর হস্তে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেয়া হয়েছে।

সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য ৮ টি ইউনিয়নে ৩৯ জন চেয়ারম্যান, ৩০৫ জন সাধারণ সদস্য এবং ৭৯ জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আট ইউনিয়নের ৭৮টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক লাখ ৮২ হাজার ৫২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৩ হাজার ৭৫৭ জন এবং নারী ভোটার ৮৮ হাজার ৭৭১ জন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়