ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে শেখ রাসেল অক্সিজেন ব্যাংক উদ্বোধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:০৫, ১৫ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত অসহায় মুমূর্ষু রোগীদের বিনামূল্যে জরুরি সেবা দিতে চালু হলো শেখ রাসেল অক্সিজেন ব্যাংক।

বুধবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।

তিনি জানান, প্রাথমিকভাকে ২০টি সিলিন্ডার নিয়ে শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু হয়েছে। সেবা পেতে ০১৮১৩১৬৩৩৯৫ ও ০১৮১২৮৩৮১০৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তিনি।

তিনি আরও জানান, ২০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে চালু হলেও খুব দ্রুত আরও ৩০টি সিলিন্ডার যুক্ত করা হবে এ অক্সিজেন ব্যাংকে।

এছাড়া এ সময় এক লাখ মাস্ক বিতরণ এবং আরও এক লাখ মাস্ক দেয়ার ঘোষণা দেন তিনি।

জানা যায়, একরামুল করিম চৌধুরীর উদ্যোগে এ ব্যাংক জেলা ছাত্রলীগের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাসের, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান, সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান প্রমুখ।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়