ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

নেত্রকোনায় বেদে,দলিত ও হরিজন সম্প্রদায়ের মাঝে ভাতার কার্ড বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২৪, ২৪ জানুয়ারি ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নে সরকারের নানা উন্নয়ন কার্যক্রম, বেদে, দলিত ও হরিজন সম্প্রদায়ের মাঝে ভাতার কার্ড বিতরণ উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকাল ৫টায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন।

এ উপলক্ষে রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে চল্লিশ কাহনীয়া হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এডভোকেট দীপক ধর গুপ্ত, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, বারহাট্টা উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম ও রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান রাজু প্রমুখ।

অনুষ্ঠানে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৩১ জনে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৫৫ হাজার টাকার চেক ও বেদে সম্প্রদায়ের বিশেষ ভাতা ২০ জনের প্রত্যেককে ৬ হাজার টাকা করে ১ লক্ষ ২০ হাজার টাকার চেক প্রদান করেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়