ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নেত্রকোনায় পালিত হয়েছে শেখ রাসেল দিবস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:১৯, ১৮ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার যথাযোগ্য মর্যাদায় শহীদ শেখ রাসেল দিবস পালিত হয়েছে। জেলা শহরের মোক্তারপাড়া মুক্তমঞ্চে সকাল ৯টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, সংরক্ষিত নারী সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনির হোসেন, আরডিসি মো. সেলিম মিঞা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খবিরুল আহসানসহ সর্বস্থরের নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহন করেন। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকান্ড থেকে সে দিনের অবুঝ শিশু শেখ রাসেলও রেহাই পাননি। শেখ রাসেল আজ বাংলাদেশের প্রতিটি শিশু-কিশোর, তরুন, শুভবোধসম্পন্ন মানুষের কাছে একটি আদর্শ ও ভালবাসার নাম।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়