ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

নেত্রকোনায় তৃতীয় ধাপে চলছে ইউপি নির্বাচনের ভোট গ্রহণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:১৪, ২৮ নভেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা চলবে বিকাল ৪ টাকা পর্যন্ত। 

এদিকে সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে নারী ভোটার সবচেয়ে বেশি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার লক্ষে প্রতিটি কেন্দ্রে যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এছাড়াও র্যাব ও বিজিবির টহল অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তৃতীয় ধাপে জেলার কলমাকান্দা, দুর্গাপুর ও পূর্বধলায় ২৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ১০৮ জন কাউন্সিলর ৯২১ জন, সংরক্ষিত আসনে ২৯৯ জন প্রার্থী। ২৫টি ইউনিয়নে ২৪২টি ভোট কেন্দ্রের ১ হাজর ৬শত ৬৭ টি ভোট কক্ষে ৫ লাখ ৯৬ হাজার ২শ’ ২২৫ জন ভোটার তাদের অধিকার প্রয়োগ করছেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়