ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

নেত্রকোনার মদনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৭, ২৭ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

“সরকারের সাথে, কৃষকের কথা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মদনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় উচিতপুর ঘাটে মদন উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা, কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, ইউপি চেয়ারম্যান এন আলম, ফখর উদ্দিন আহমেদ, সাফায়েত উল্লাহ রয়েল, কৃষক সাইফুল ইসলাম প্রমূখ।

নেত্রকোনার হাওরাঞ্চল মদন উপজেলার কৃষকরা ধানের উপড় নির্ভরশীল। শীতকালীন শাক-সবজি আবাদ বৃদ্ধির লক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করেন। এ সময় ৮০ জন কৃষকের মাঝে শীতকালীন শাক-সবজি বীজ, স্প্রে মেশিন ও ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়