ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:২২, ১৮ অক্টোবর ২০২১   আপডেট: ২০:২৫, ১৮ অক্টোবর ২০২১

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস,’এ প্রতিবাদ্য নিয়ে প্রথমবারের মতো সারা দেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন জাতীয়ভাবে পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ রাসেল‘র প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, এএসপি সার্কেল মাহমুদ শারমিন নেলী, মুক্তিযোদ্ধা ডেপুুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, কৃষি অফিসার মাহবুবুর রহমান, শিক্ষা অফিসার আবু তাহের ভুইয়া, প্রশাসনিক কর্মকর্তা সুবল রঞ্জন কর, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।

আলোচনা শেষে শেখ রাসেল দিবসকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত চিত্রাংকন, বিজ্ঞান ভিত্তিক কুইজ, উপস্থিত বত্তৃতা সহ নানা প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের পুরস্কার বিতরণ ও উপজেলা শিল্পকলা একাডেমি আয়োজিত ‘‘শেখ রাসেল আমার অহংকার’’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

অপরদিকে এ দিবসকে কেন্দ্র করে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ, দুর্গাপুর পৌরসভা, বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ নানা কর্মসুচীর মাধ্যমে শেখ রাসেল এর ৫৮তম জন্মবার্ষিকী পালন করেছেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়