ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

নেত্রকোণায় জেলা প্রশাসনের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৫, ১৮ জানুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোণা জেলা প্রশাসন ও সিরাক-বাংলাদেশ কতৃর্ক আয়োজিত ”Strengthening Family Planning Through Advocacy” প্রকল্পের মাধ্যমে নেত্রকোণা জেলা সরকারী কর্মকর্তা ও অংশীজনদের সাথে ওরিয়েন্টেশন সভা নেত্রকোণা জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত হয়৷

সভায় পরিবার পরিকল্পনা সেবা শক্তিশালীকরণ ও স্বাস্থ্য সেবার গুণগত মান উন্নয়নের জন্য প্রকল্পের লক্ষ্য,উদ্দেশ্য, কার্যক্রম বাস্তবায়নের নানামুখী কৌশল এবং জেলা অ্যাডভোকেসি ওয়ার্কিং কমিটির ভুূমিকা সম্পর্কে এবং সরকারি কর্মকর্তা ও অংশীজনদের সাথে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়৷

সিরাক-বাংলাদেশ এর সহকারী পরিচালক (প্রোগ্রাম) মো: সেলিম মিয়া সিরাক-বাংলাদেশ এর সার্বিক কার্যক্রম উপস্থাপন সহ প্রকল্পটির কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়নের জন্য প্রকল্প পরিচিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

উক্ত প্রকল্পের অন্য সহযোগী সংস্থার বাজেট বৃদ্ধিকরণ সফলতার গল্প সকলের সামনে উপস্থাপন করা হয়৷

উন্মুক্ত আলোচনার প্রেক্ষিতে উক্ত প্রকল্পের মূল বিষয়বস্তু যা ইউনিয়ন পরিষদের বাজেটের স্বাস্থ্য খাত থেকে পরিবার পরিকল্পনার জন্য একটি আলাদা বাজেট বরাদ্দের বিষয়টি সকলের বোধগম্য হয়।প্রকল্পের কার্যক্রম সফল বাস্তবায়নের জন্য উপস্থিত সকলে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো:আব্দুল্লা আল মাহমুদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান জনাব মো:তফসির উদ্দীন খান এবং সভার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের জনাব মো:আনিসুর রহমান। আরো উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ওয়ার্কিং গ্রুপের সন্মানিত সভাপতি জনাব মো:মারুফ হাসান খান অভ্র এবং সহ-সভাপতি প্রফেসর মো:নজমুল কবির ও অন্যান্য সদস্যবৃন্দ এবং সিরাক-বাংলাদেশ এর স্টাফ প্রবাল রায়,মো:শফিউল্লাহ, সালমা আকতার ও অপূর্ব কৃষ্ণ রায়।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়