ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

নেত্রকোণার আটপাড়ায় জোয়ার ভাসছে শেখ হাসিনার নৌকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২২, ১৯ অক্টোবর ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ১১ নভেম্বর নেত্রকোণার আটপাড়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত রবিবার নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।

এই শেষ দিনেই উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীরা আওয়ামী লীগের নেতা-কর্মী ও হাজার হাজার ভোটারের উপস্থিতিতে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে তাদের মনোনয়নপত্র স্ব স্ব দ্বায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করেন।

একই দিনে এক সাথে নৌকার মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়ায় শেখ হাসিনার নৌকার জোয়ারে ভাসছে আটপাড়া।

আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন- ২ বারের নির্বাচিত বানিয়াজান সদর ইউ.পি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হেভিয়েট প্রার্থী তরুণ প্রজন্মের জনপ্রতিনিধি মো: ফেরদৌস রানা আনজু।

দুওজ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ এলাকার জনপ্রিয় ব্যক্তিত্বের অধিকারী মো: সায়েদুল হক তালুকদার।

শুনই ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তরুণ প্রজন্মের প্রতিনিধি তারণ্যের প্রতীক ক্লিন ইমেজের অধিকারী মো: রোকন উজ্জামান রোকন।

লুনেশ্বর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ জনপ্রিয় ব্যক্তিত্বের অধিকারী মো: শাহজাহান কবীর।

স্বরমুশিয়া ইউনিয়নে ২ বারের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এলাকার জনপ্রিয় ব্যক্তিত্বের অধিকারী মো: আব্দুস সাত্তার।

তেলিগাতী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও তেলিগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুশীল সমাজের প্রতিনিধি জনপ্রিয় ব্যক্তিত্বের অধিকারী অখিল চন্দ্র দাস।

এছাড়া সুখারী ইউনিয়নে সাবেক ছাত্রনেতা, সুখারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এলাকার সুপরিচিত ব্যক্তি মো: শাহজাহান।

সর্বশেষ
জনপ্রিয়