ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

নিজ বাড়িতে শহিদ মিনার বানিয়ে যমজ দুই বোনের শহিদদের প্রতি শ্রদ্ধা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৩২, ২২ ফেব্রুয়ারি ২০২১  

শহিদদের প্রতি শ্রদ্ধা জানান যমজ দুই বোন

শহিদদের প্রতি শ্রদ্ধা জানান যমজ দুই বোন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের চতুর্থ শ্রেণির ছাত্রী যমজ দুই বোন নিজ বাড়িতে শহিদ মিনার তৈরি করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এলাকায় এমন শহিদ মিনার তৈরি করাতে অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে যমজ দুই বোন।

জানা যায়, যমজ দু বোন সাবিয়া তাহসিন এ্যালি ও সামিয়া তাহমিন এ্যামির বাবা একটি এনজিওতে চাকরি করেন।

তাদের মা গৃহিণী সাবিনা জানান, শহিদ দিবস আসলেই তার দু কন্যা ভাষা শহিদদের শ্রদ্ধা ও স্মরণে শহিদ মিনার তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে। প্রতি বছর এ দিনে তারা শহিদদের আত্মার শ্রদ্ধা নিবেদনে ব্যাকুল হয়ে ওঠে।

যমজ দুই বোনের মধ্যে সাবিয়া তাহসিন এ্যালি  ময়মনসিংহ বিদ্যাময়ী স্কুলে চতুর্থ শ্রেণিতে ও সামিয়া তাহমিন এ্যামি মুকুল নিকেতনে চতুর্থ শ্রেণিতে পড়াশুনা করে।

এ দুই বোনের সঙ্গে কথা হলে তারা বলে, শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি। তাই বাড়িতেই শহিদ মিনার তৈরি করে নিজেরা শ্রদ্ধা নিবেদন করি।

সর্বশেষ
জনপ্রিয়