ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

নাটোরে খাদ্যের নিরাপদতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৫, ২ ফেব্রুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেধাবী জাতি গঠনে খাদ্যের নিরাপদতা নিশ্চিত করতে নাটোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে বেলা ১১টায় অনলাইন প্লাটফর্মে জেলা প্রশাসনের সহযোগিতায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ সভার আয়োজন করে।

সভায় বক্তারা বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন প্রয়োজন খাদ্যের গুণগতমান তথা নিরাপদ খাদ্য নিশ্চিত করা। তবেই খাদ্যের পুষ্টি নিশ্চিত হবে, গড়ে উঠবে মেধাবী জাতি।

নিরাপদ খাদ্যের জন্যে উৎপাদন ও বিক্রয়িকতা পর্যায়ে ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে খাবারের নমুনা পরীক্ষা, বাজার মনিটরিং, প্রশিক্ষণ প্রদান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা, উৎপাদন পর্যায়ে লাইসেন্স প্রদান কার্যক্রমে আরো যত্নশীল হওয়ার উপরে গুরুত্ব আরোপ করেন বক্তারা।

সভায় সভা প্রধানের দায়িত্ব পালন করেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল করিম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হারুন-অর-রশীদ, সমাজ সেবা জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ নাটোরের সভাপতি শামীমা লাইজু নীলা প্রমুখ। সভায় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহ স্বাগত বক্তব্য দেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়