ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

নরসিংদীতে ২৪৮ অসহায় ব্যক্তি পেলেন অনুদানের চেক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:০১, ১১ জানুয়ারি ২০২২  

ফাইল ছবি

ফাইল ছবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নরসিংদীতে সমাজসেবা অধিদফতরের উদ্যোগে দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে চিকিৎসা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ক্যানসার, কিডনি, লিভারসিরোসিস, থ্যালাসেমিয়া, স্টোকে প্যারালাইসিস ও জন্মগত হৃদরোগীদের মাঝে এ চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

গতকাল সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে আনষ্ঠানিকভাবে চেক বিতরণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈয়দ আমীরুল হক শামীম, নরসিংদী সমাজসেবা অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নইম জাহাঙ্গীরসহ অন্যরা।

আলোচনা শেষে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা হিসেবে ২৪৮ ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। 

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়