ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নরসিংদীতে লকডাউন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪০, ২৪ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউন চলছে নরসিংদীতে। নরসিংদী জেলার প্রতিটি উপজেলার সড়কে মানুষের চলাচল ছিল খুবই কম। রাস্তায় কিছু রিকশা চলাচল করলেও অটোরিকশা, সিএনজি চলাচল করতে দেখা যায়নি। 

আইন শৃংখলা বাহিনীর সদস্যদের শহরের রাস্তার মোড়ে মোড়ে কঠোর অবস্থানে থাকতে দেখা যায়। লকডাউন বাস্তবায়নে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনায় ৬টি উপজেলায় লকডাউন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রেভিনিউ ডেপুটি কালেক্টর শ্যামল চন্দ্র বসাক জানান,  সরকারী বিধিনিষেধ অমান্য করার দায়ে জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট ৫৭ জনের বিরুদ্ধে দায়ের করা ৫৭টি মামলায় ৩২ হাজার ৭০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে সার্বিক সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়