ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

নরসিংদীতে লকডাউন অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ৭৫টি মামলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৩৯, ২৫ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নরসিংদীতে লকডাউন অমান্যে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ৭৫টি মামলায় ৩৭ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয় থেকে জানানো হয়, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকার প্রদত্ত বিধিনিষেধ বাস্তবায়নে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়ক, মহাসড়কসহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

এসব অভিযানে দবিধি ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ৭৫টি মামলা করে ভ্রাম্যমাণ আদালতে ৩৭ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেয়া হয় এবং এসব অর্থ আদায় করা হয়।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়