ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

নবাবগঞ্জ-২ পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করেন এমপি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:০৭, ১৭ আগস্ট ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি নবাবগঞ্জ-২ (আফতাবগঞ্জ) ৩৩/১১ কেভি ১০ এমভি এ উপকেন্দ্রের শুভ উদ্বোধন করেন দিনাজপুর- ০৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার  অনিমেষ সোম ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: পারুল বেগম ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান ও ৯ নং কুশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাত মোঃ সায়েম সবুজসহ প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের বাস্তবায়নে উপজেলার ৯ নং কুশদহ ইউনিয়নের (আফতাবগঞ্জ) শিবপুরে ৪০ শতাংশ এরিয়া ক্যাম্পাসের মধ্যে ৩ তলার দ্বিতল বিশিষ্ট একাডেমিক ভবনসহ বিদ্যুৎ সরবরাহের অন্যান্য সরঞ্জাম দিয়ে GOB এর অর্থায়নে নির্মাণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান রিভেরী পাওয়ার এন্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। প্রকল্পের চুক্তি মূল্য ৬,৩১,৭০,২৫০ টাকা ব্যয়ে BREB/DNE(W)-SSN-02-01/2018-2019 এর নির্মাণ কাজ ফ্রেব্রুয়ারী ২০২০ ইং- এ শুরু হয়ে সমাপ্তি জুন ২০২১ ইং-নবাবগঞ্জ-২ পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র আফতাবগঞ্জ ।

সে ধারাবাহিকতার অংশ হিসাবে বিদ্যুৎ এর কিছু প্রতিবন্ধকতা লাঘবের জন্য সাংসদ শিবলী সাদিক বিদ্যুৎ উপকেন্দ্রের প্রয়োজনীয়তা উপলব্ধির মাধ্যমে "নবাবগঞ্জ-২ পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র আফতাবগঞ্জ" বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

এই  উপকেন্দ্রটি অত্র-অঞ্চলের বিদ্যুৎ সম্পর্কীয় সবধরনের গ্রাহক হয়রানির সমস্যা কমে আসবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ও এলাকাবাসী।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়