ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নটর ডেমের শিক্ষার্থীর মৃত্যু, গাড়ির মূল চালক হারুন গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৯, ২৬ নভেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানকে চাপা দেওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির মূল চালক হারুনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৬ নভেম্বর)  বিকালে র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার সময় ময়লার ওই গাড়িটি নিজে না চালিয়ে বদলি চালক রাসেল খানকে দিয়ে চালাচ্ছিলেন হারুনকে। পুলিশ রাসেল খানকে  ঘটনার পরই গ্রেফতার করে।

র‌্যাবের মুখপাত্র খন্দকার আল  মঈন বলেন, ‘ডিএসসিসির ময়লার গাড়ির মূল চালক হারুনকে  রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে।’

উল্লেখ্য, বুধবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানে ডিএসসিসির ময়লার গাড়ি চাপায় নিহত হন নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান। এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা হয়েছে। ওই সময় গাড়িটি চালাচ্ছিলেন একজন পরিচ্ছন্ন কর্মী। তার নাম রাসেল খান। মূল চালক হারুন ঘটনার পর গা ঢাকা দেন। এ ঘটনায় সিটি করপোরেশনও একটি তদন্ত কমিটি গঠন করছে। তদন্ত শেষে এই চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

সর্বশেষ
জনপ্রিয়