ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

ধর্মপাশায় আওয়ামী লীগের উদ্যোগে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৭, ৪ আগস্ট ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ধর্মপাশায় আগস্ট মাস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের স্থানীয় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতিমূলক সভায় ভার্চুয়ালী সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ ১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, মুজিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম দিদার, কোষাধ্যক্ষ তুঘলক আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান মজুমদার, সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আরফান আলী, সাধারণ সম্পাদক আব্দুর ছাত্তার, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবীর, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল বারী চৌধুরী বাচ্চু, সেলবরষ ইউপি আওয়ামী লীগের সভাপতি শাহ আলা উদ্দিন, সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান পাঠান, পাইকুরাটি ইউপি আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, জয়শ্রী ইউপি আওয়ামী লীগের সভাপতি মাধব চন্দ্র সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির শাহ আব্দুল বারেক ছোটন, সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আরমান আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক সালমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবর, সাকিল মাহমুদ খান, গ্রন্থনা সম্পাদক আজিজুল ইসলাম, ছাত্রলীগ নেতা তাহসিনুল হক রাফি, মাহবুব হাসান লোটাস প্রমুখ।

মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিন পালন, ৭ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল।

সভা শুরুর পূর্বে সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের মাতার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়