ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

দ্রুততম সাত হাজার রানের মাইলফলকের রেকর্ড করেছেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:২১, ৫ অক্টোবর ২০২১  

বাবর আজম

বাবর আজম

বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-২০তে দ্রুততম সাত হাজার রানের মাইলফলক ছোঁয়ার রেকর্ড গড়েছেন তিনি। পাকিস্তানের অধিনায়ক এক্ষেত্রে ছাড়িয়ে গেছেন ক্যারিবীয় দানব ক্রিস গেইলকে।

ঘরোয়া এবং আন্তর্জাতিক টি-২০ মিলিয়ে বাবর আজমের রান এখন সাত হাজারের বেশি। গতকাল (রোববার) পাকিস্তানের ন্যাশনাল টি-২০ কাপে সাউদার্ন পাঞ্জাবের বিপক্ষে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে ৫৯ রানের অপরাজিত ইনিংসের পথে এই রেকর্ডে নাম লেখান বাবর।

টি-২০তে ৭০০০ রান করার ক্ষেত্রে বাবরের সময় লেগেছে ১৮৭ ইনিংস। ক্রিস গেইল এই মাইলফলক ছুঁয়েছিলেন ১৯২ ইনিংসে। তালিকার তিনে আছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি ২১২ ইনিংসে ৭ হাজার পূর্ণ করেন। 

এই ফরম্যাটে ২২২ ইনিংসে ৭০০০ রান করেছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ২২৩ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছেন আরেক অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার। উল্লেখ্য, বাবরকে এক সময় টি-২০র যোগ্য বলে ভাবা হতো না। অথচ সেই বাবর নিজের নান্দনিক ব্যাটিং দিয়ে এরই মধ্যে এই ফরম্যাটে ৬ সেঞ্চুরি করে ফেলেছেন।

সর্বশেষ
জনপ্রিয়